১৯৯৮ সালে ক্ষমতায় আসার পরপরই শ্যাভেজ উদ্যোগ দেন সংবিধান পরিবর্তনের। রাষ্ট্রের নাম ‘রিপাবলিক অব ভেনিজুয়েলা’ থেকে করেন ‘বলিভিয়ান রিপাবলিক অভ ভেনিজুয়েলা’। শাসনকাজে সুবিধার জন্য সরকারকে ভাগ করেন পাঁচটি অংশে।
১৯৯৮ সালে ক্ষমতায় আসার পরপরই শ্যাভেজ উদ্যোগ দেন সংবিধান পরিবর্তনের। রাষ্ট্রের নাম ‘রিপাবলিক অব ভেনিজুয়েলা’ থেকে করেন ‘বলিভিয়ান রিপাবলিক অভ ভেনিজুয়েলা’। শাসনকাজে সুবিধার জন্য সরকারকে ভাগ করেন পাঁচটি অংশে।
সাইনোসেফালিরা মানুষের ভাষা বুঝতে পারতো তবে কথা বলতে পারতো না। যদিও ইতিহাসের কিছু কিছু জায়গায় এদের সভ্য মানুষের মতো সামাজিক ভাবে বসবাস করার কথা উল্লেখ করা হয়েছে, তবে বেশীরভাগ ইতিহাসবিদের মতে তারা ছিল বর্বর পশুদের মতো, যারা প্রধানত শিকার করে জীবনধারণ করতো।
জায়ান্ট বুলফ্রগদের মধ্যে নারীর সংখ্যা কম থাকায় পুরুষদের মধ্যে নারীদেরকে কাছে পাবার জন্য মারাত্মক প্রতিযোগিতা হয়ে থাকে।
আফ্রিকার জায়ান্ট বুলফ্রগ নামের দৈত্যাকার ব্যাঙগুলো খুবই আক্রমণাত্মক হয়ে থাকে এবং পুরুষ ব্যাঙগুলো মারামারির মাধ্যমে নিজেদের মধ্যে আধিপত্য প্রকাশ করে থাকে।
আফ্রিকাতে জায়ান্ট বুলফ্রগ নামে এক ধরনের দৈত্যাকার ব্যাঙ দেখতে পাওয়া যায় যারা সাধারণত বর্ষাকালে মাটির নিচ থেকে আত্মপ্রকাশ করে থাকে।
বছরের নির্দিষ্ট সময়ে কিছু পাখি দেশান্তরী হয়। এই সময়টায় তারা নিরলসভাবে একটানা উড়ে যেতে পারে। দেশান্তরের সময়টা কতটুকু দীর্ঘায়িত হবে তা প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন হয় বটে, তবে কিছু পাখিকে একটানা কয়েক মাসও উড়তে হয়। যেমন আল্পাইন সুইফটের দেশান্তরের পর্যায় ২০০ দিন পর্যন্ত হয়।
ফ্রুট ফ্লাইয়ের উপর করা একটি গবেষণা থেকে দেখা গেছে, মানুষের মস্তিষ্কে যেমন ঘুমের সময় বিভিন্ন জৈবরাসায়নিক বিক্রিয়া ঘটে, সেগুলো ওই মাছি পোকার মস্তিষ্কেও ঘটে।